কোস্ট গার্ডের অভিযান

সেন্টমার্টিনে ৭ কোটি টাকার ইয়াবাসহ ১৭ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৫, ২০:৪৬
অ- অ+

সেন্টমার্টিন উপকূলীয় এলাকায় বিশেষ অভিযানে ৭ কোটি টাকার ইয়াবাসহ ১৭ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরী যৌথভাবে টেকনাফ থানাধীন সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক গতিবিধির দুটি ইঞ্জিনচালিত কাঠের বোট থামতে সংকেত দিলে তা উপেক্ষা করে পালানোর চেষ্টা করে। পরে ঘণ্টাব্যাপী ধাওয়া শেষে বোট দুটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা, ৪০ প্যাকেট ম্যারিজ সিগারেট এবং ১৭ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ২ হাজার টাকা।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, “দেশের সমুদ্র সীমান্তে মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

(ঢাকাটাইমস/১৮জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে বিজিবির হানা: আইস ও পিস্তলসহ যুবক গ্রেপ্তার
‘সহযোদ্ধা’ ও ‘জাস্টিস ফর কমরেডস’–এর সদস্যরা জড়ালেন ডাকাতিতে!
সোমবার যাত্রাবাড়ীতে পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে ২০২৫’
জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ৫০ শতাংশ: ভিসি আমানুল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা