চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকার একটি নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ফখরুল ইসলাম (২৬), মো. রাশেদ (২৪) ও মোহাম্মদ হাসান (১৮)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার উপপরিদর্শক শেখ তারিকুল ইসলাম বলেন, তিন শ্রমিকের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
(ঢাকা টাইমস/১৮জুলাই/এসএ)

মন্তব্য করুন