সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের কর্মসূচি
প্রকাশ্যে জামায়াতের ব্যাজ-পতাকা বিক্রি, যা অতীতে হয়নি—বলছেন মৌসুমি ব্যবসায়ীরা

আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ। সমাবেশকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলটির নেতাকর্মীরা জমায়েত হচ্ছেন উদ্যানে। আর এই জনস্রোতকে ঘিরে জমে উঠেছে পতাকা, ব্যাজ ও টি-শার্টের বেচাকেনা।
উদ্যানসংলগ্ন এলাকা ও আশপাশের মোড়গুলোতে দেখা গেছে মৌসুমি বিক্রেতাদের ভিড়। জামায়াতের পতাকা, মাথায় লাগানো ব্যাজ, বুকের ব্যাজ ও দাঁড়িপাল্লা সম্বলিত টি-শার্ট বিক্রি করছেন তারা। এদেরই একজন বাংলামোটর মোড়ে দাঁড়িয়ে থাকা ফেরিওয়ালা মোহাম্মদ হাবিব বলেন, ‘আজ অনেক বেচাকেনা হচ্ছে। খণ্ড খণ্ড মিছিল করে যারা আসছেন, তাদের অনেকে পতাকা, ব্যাজ কিনছেন। আগে যারা নেননি তারাও এখন নিচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘‘এপ্রিলে ‘মার্চ ফর গাজা’র দিন যেভাবে বিক্রি হয়েছিল, আজও প্রায় তেমনই বেচাকেনা চলছে। এতদিন প্রকাশ্যে জামায়াতের পতাকা বা ব্যাজ বিক্রি করা যেত না, আজ সুযোগ পেয়েছি।’’ এই বিক্রেতা বলেন, ‘অতীতে কোনোদিন জামায়াতের পতাকা বা ব্যাজ প্রকাশ্যে ফেরি করে বিক্রি করতে পারনি; যা আজ বিক্রি করছি।’
দলটির নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে গত প্রায় ১৬ বছর জামায়াত প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারেনি। দাড়ি টুপি থাকলেই যাকে তাকে জামায়াতের ট্যাগ দিয়ে গ্রেপ্তার, জেল-জুলুম ও নির্যাতন করা হয়েছে। প্রকাশ্যে এভাবে জামায়েতের সমাবেশ কিংবা দলীয় পতাকা ও ব্যাজ বিক্রি করতে পারেনি কেউ।
বিক্রেতারা জানান, একটি পতাকা ১২০ টাকায়, মাথার ব্যাজ ২০ টাকায়, বুকের ব্যাজ ৩০ টাকায় ও টি-শার্ট ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা দুপুর ২টায়, তবে সকাল ১০টা থেকেই মঞ্চে পারফর্ম করছেন ইসলামি সংগীতশিল্পীরা। ভোরের আলো ফোটার আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। সারা দেশের বিভিন্ন জেলা থেকে দলটির সমর্থকরা সমাবেশে অংশ নিতে রাজধানীতে এসে পৌঁছেছেন।
(ঢাকাটাইমস/১৯জুলাই/এসএস)

মন্তব্য করুন