গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায় দিনাজপুরে ৮ লাখ বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২৫, ১৩:২৩| আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৩:৫৯
অ- অ+

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি' স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শহীদদের স্মৃতি রক্ষায় ৮ লাখ বৃক্ষরোপণ করা হয়েছে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত একযোগে দিনাজপুরের ১৩টি উপজেলার ১০৩টি ইউনিয়ন ও ৯টি পৌরসভার বিভিন্ন স্থানে এই বৃক্ষরোপণ করা হয়।

দিনাজপুর জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে সকালে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শহীদদের স্মৃতি রক্ষায় দিনাজপুরের ৯ জন শহীদের জন্য ৯ টি বৃক্ষরোপণের মাধ্যমে জেলাব্যাপী এ ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। এসময় দিনাজপুর পুলিশ সুপার মো.মারুফাত হুসাইন মারুফ,দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার, দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম সোহেল, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা, এসিল্যান্ড রোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/১৯জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালালে ১৫৭৭ গ্রাম সোনাসহ দুই চোরাকারবারি আটক
বিএনপি সংস্কারে বিশ্বাস করে, কু-সংস্কারে নয়: গয়েশ্বর  
শেরেবাংলা নগরে ১৮ মামলার আসামিসহ গ্রেপ্তার ২১
খুলনায় বিষাক্ত মদপানে ৪ জনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা