জাতীয় নির্বাচনে পরিবর্তনের দাবি
জামায়াতের সমাবেশে নুরসহ অংশ নিচ্ছে কয়েকটি দল, যাচ্ছে না বিএনপি

প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো অপেক্ষাকৃত অনুকূল রাজনৈতিক পরিবেশে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় নির্বাচনে আনুপাতিক পদ্ধতি চালু, স্থানীয় সরকারের নির্বাচন অগ্রাধিকারসহ সাত দফা দাবিতে শনিবার দুপুরে আয়োজিত এ সমাবেশে অংশ নিতে দেশের ধর্মভিত্তিক ও ডান ঘরানার দলগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তবে বিএনপি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলনসহ বেশকিছু দল জামায়াতের কর্মসূচিতে অংশ নিচ্ছেন না বলে নিশ্চিত হওয়া গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির কোনো নেতার অংশগ্রহণ থাকছে না।
নাগরিক ঐক্যের একজন দায়িত্বশীল বলেন, ‘দলীয় সভাপতি মাহমুদুর রহমান মান্না বর্তমানে চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন।’
গণসংহতি আন্দোলনের এক নেতা জানান, আমন্ত্রণ পেলেও তারা সমাবেশে অংশ নিচ্ছেন না।
তবে জামায়াতের ডাকে সাড়া দিয়ে সমাবেশে অংশ নিচ্ছে বেশ কয়েকটি ডানপন্থি ও ইসলামী দল।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মুশফিক উস সালেহীন গণমাধ্যমে জানিয়েছেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব অংশ নেবেন সমাবেশে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জানান, তিনি উত্তরবঙ্গ সফরে থাকলেও দলীয় প্রতিনিধি সমাবেশে উপস্থিত থাকবেন।
খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের নিজে সমাবেশে যাচ্ছেন বলে জানিয়েছেন।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জানিয়েছেন, আমি নিজেই যাচ্ছি, আমাদের দলের আরও তিনজন প্রতিনিধি উপস্থিত থাকবেন।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘সমাবেশ বিষয়ে আমাদের দলকে জানানো হয়নি।’
জানা গেছে, সমাবেশে লোকসমাগম বাড়াতে জামায়াত রেল ও বাসযোগে ব্যাপক ব্যবস্থাপনা করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ট্রেন ও বাসে করে ঢাকায় পৌঁছেছেন। সমাবেশের প্রচারে দলটির সাংস্কৃতিক উইং প্রস্তুত করেছে বিশেষ থিম সংগীত।
(ঢাকাটাইমস/১৯জুলাই/এসএস)

মন্তব্য করুন