জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন জামায়াতের আমির ও শীর্ষ নেতারা, ঢল নেমেছে লাখ লাখ মানুষের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২৫, ১৪:১৩| আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৪:৫৪
অ- অ+

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে যোগ দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতারা। শনিবার দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি সমাবেশস্থলে উপস্থিত হলে দলীয় নেতাকর্মীরা স্লোগানে তাকে স্বাগত জানান। এ সময় তিনি হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন এবং তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়।

ডা. শফিকুর রহমানের সঙ্গে দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। মহাসমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় দুপুর ২টায়, যেখানে সভাপতিত্ব করেন জামায়াত আমির নিজেই। দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে সমাবেশের মূল পর্ব। এরই মধ্যে জামায়াতের সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আশপাশের এলাকাও কানায় কানায় পূর্ণ।

এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এর কিছুক্ষণ আগে সকাল ৯টা ২৫ মিনিটে সমাবেশস্থলে উপস্থিত হন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

তিনি সাংবাদিকদের বলেন, “আলহামদুলিল্লাহ। আমাদের জাতীয় সমাবেশ এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। এই অনুকূল আবহাওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং রহমতের দোয়া করছি।”

সমাবেশে দলটির পক্ষ থেকে সাত দফা দাবি উপস্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে:

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,

সকল গণহত্যার বিচার নিশ্চিত করা,

প্রয়োজনীয় মৌলিক সংস্কার বাস্তবায়ন,

‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন,

জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন,

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন,

এক কোটিরও বেশি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিতকরণ।

এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো, যখন বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ করছে।

(ঢাকাটাইমস/১৯ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে বিজিবির হানা: আইস ও পিস্তলসহ যুবক গ্রেপ্তার
‘সহযোদ্ধা’ ও ‘জাস্টিস ফর কমরেডস’–এর সদস্যরা জড়ালেন ডাকাতিতে!
সোমবার যাত্রাবাড়ীতে পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে ২০২৫’
জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ৫০ শতাংশ: ভিসি আমানুল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা