বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করেই দেশকে এগিয়ে নিতে হবে: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২৫, ১৪:৪৫| আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৫:৫৩
অ- অ+

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করেই দেশকে এগিয়ে নিতে হবে।

আজ শনিবার (১৯ জুলাই) মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন সেনাপ্রধান।

সবাইকে ভালো মানুষ হওয়ার তাগিদ দিয়ে সেনাপ্রধান বলেন, ‘যদি ভালো মানুষ না হন, তাহলে কখনোই দেশ ও জাতির কোনো উন্নয়ন সম্ভব না। এ জন্য প্রথম যে জিনিসটা আমাদের হতে হবে, ভালো মানুষ।’

শৃঙ্খলা মেনে চলার ওপর গুরুত্বারোপ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, শৃঙ্খলা মেনে চললে দেশই লাভবান হবে। দেশের উন্নয়নের জন্য প্রকৌশল শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

তিন দিনের এই সম্মেলনে উৎপাদন কৌশল, নবায়নযোগ্য শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাপ প্রকৌশল, মহাকাশ গবেষণাসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে মোট পাঁচজনের হাতে পুরস্কার তুলে দেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান, বাংলাদেশসহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশ নেন।

(ঢাকাটাইমস/১৯জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর পল্লবীতে বাসে আগুন
প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজ খবর নিচ্ছেন: প্রেস সচিব
অন্যের স্ত্রীর সঙ্গে পার্কে ঘোরাঘুরি, অতঃপর যা হলো এসআই মাহবুবের
শাহজালালে ১৫৭৭ গ্রাম সোনাসহ দুই চোরাকারবারি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা