একাত্তর এড়িয়ে ভোটের রাজনীতিতে কতদূর যাবে তারা?— প্রশ্ন এনসিপি নেতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২৫, ১৪:৫৪| আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৫:৫৬
অ- অ+

রাজধানীতে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে নজিরবিহীন জনসমাগম ও গণ-উপস্থিতি দেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই সমাবেশকে ঘিরে ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে একটি মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

শনিবার (১৯ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পোস্টে মাসউদ লেখেন, `গুদারাঘাট থেকে সকাল এগারোটায় বেরিয়েছি টিএসসিতে তরুণ লেখক ফোরামের প্রোগ্রামে অংশ নিতে। রাস্তায় কোনো গাড়ি নেই, সেই হাতিরঝিল থেকে মানুষজন হাঁটছে। হাজার হাজার মানুষ, তাদের গন্তব্য একটি রাজনৈতিক দলের সমাবেশস্থল। যেটার দূরত্ব প্রায় আট কিলোমিটার।’

তিনি আরও লেখেন, `এখন আছি পল্টন মোড়ে, গাড়ি আর সামনে এগুচ্ছে না। ১৬ বছর ধরে যাদের রাজনৈতিক স্পেস দেওয়া হয়নি, তাদের এমন সমাবেশ সত্যিই অবিশ্বাস্য।'

মাসউদ মনে করেন, এই সমাবেশ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ‘একটি মিথ’ হয়ে থাকবে। তার ভাষায়, `অনেক গবেষণাও হবে হয়তো’। ‘একাত্তরের প্রশ্ন এড়িয়ে ভোটের রাজনীতিতে তারা কতটুকু সফল হয়, এখন সেটাই দেখার পালা’— পোস্টের শেষ লাইনে লিখেছেন আব্দুল হান্নান মাসউদ।

(ঢাকাটাইমস/১৯জুলাই/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর পল্লবীতে বাসে আগুন
প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজ খবর নিচ্ছেন: প্রেস সচিব
অন্যের স্ত্রীর সঙ্গে পার্কে ঘোরাঘুরি, অতঃপর যা হলো এসআই মাহবুবের
শাহজালালে ১৫৭৭ গ্রাম সোনাসহ দুই চোরাকারবারি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা