জাতীয় সমাবেশে বক্তৃতার সময় মঞ্চে লুটিয়ে পড়েন জামায়াত আমির

জাতীয় সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে লুটিয়ে পড়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বিকাল পাঁচটা ২৩ মিনিটের দিকে তিনি বুকে হাত দিয়ে মঞ্চে লুটিয়ে পড়েন।
সাত দফা দাবিতে শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে এ ঘটনা ঘটে।
সমাবেশে বিকাল পাঁচটার পর বক্তৃতা দিতে দাঁড়ান জামায়াত আমির। বক্তব্য দিতে গিয়ে দুই দফায় অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। ৫টা ২০ মিনিটের দিকে প্রথমবার অসুস্থ হলে নিচে পড়ে যান তিনি। মঞ্চের অন্য নেতাদের সহযোগিতায় তিনি উঠে দাঁড়ান। এ সময় নেতারা তাকে ধরে রাখেন, খোলা মাথায় বাতাস করেন কেউ কেউ। পরে একজন তার মাথায় একটি টুপি পরিয়ে দেন।
৫টা ২৩ মিনিটে আবার বক্তব্য শুরু করেন জামায়াত আমির। ১ মিনিট বক্তব্য না দিতেই ফের অসুস্থ বোধ করেন তিনি। ক্ষণিকের জন্য বক্তৃতা বন্ধ করেন। এরপর ডান হাত দিয়ে বুক চেপে ধরেন এবং তাকে পড়ে যেতে দেখা যায়। এ সময় অন্য নেতারা চারপাশ থেকে তাকে ধরে বসিয়ে দেন।
জামাত আমির এ অবস্থায়ও বক্তৃতা চালিয়ে যেতে থাকেন। তার সামনে তখন আড়াল করে দাঁড়ানো বেশ কয়েকজন নেতা। তাদের তিনি সরে যেতে বলতে দেখা যায়। এবং বসে বসে বক্তৃতা করেন জামায়াত আমির। এ সময় তাকে দুই পাশ থেকে ধরে রাখেন কয়েকজন নেতা।
এ সময় তিনি বলেন, ‘আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন তার এক মিনিটও বেশি থাকতে পারব না আমি। সুতরাং এটা আপনারা কেউ বিচলিত হবেন না।’
‘আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করেন জামায়াত আমির।

মন্তব্য করুন