নোয়াখালীতে নৌকাডুবে স্কুলছাত্রীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২৫, ১৯:১০
অ- অ+

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে নৌকাডুবে আদিবা ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌকায় থাকা অপর তিনজনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার বিকালে বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আদিবা পূর্ব চাঁদপুর গ্রামের আমান উল্যা বাড়ির সাইফুল ইসলাম সুমনের মেয়ে। সে স্থানীয় বজরা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, আদিবা নিজ বাড়ি আরও ৩ শিশু কিশোরকে নিয়ে বাড়ির পাশের জলাশয়ে নৌকায় ঘুরতে বের হয়। একপর্যায়ে জলাশয়ের মাঝামাঝি স্থানে গিয়ে তাদের নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। তাৎক্ষণিক অন্যরা সাঁতার দিয়ে উঠে আসলেও আদিবা পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে জলাশয় থেকে আদিবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

(ঢাকা টাইমস/১৯জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালালে ১৫৭৭ গ্রাম সোনাসহ দুই চোরাকারবারি আটক
বিএনপি সংস্কারে বিশ্বাস করে, কু-সংস্কারে নয়: গয়েশ্বর  
শেরেবাংলা নগরে ১৮ মামলার আসামিসহ গ্রেপ্তার ২১
খুলনায় বিষাক্ত মদপানে ৪ জনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা