ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি জামায়াতের আমির

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২৫, ১৯:১১| আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৯:২০
অ- অ+

সোহরাওয়ার্দী উদানে দলের জাতীয় সমাবেশে ব্কতৃতা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়া জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার রক্তচাপ ও সুগার লেভেল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আজ শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদানে জাতীয় সমাবেশে বক্তৃতা করার সময় দুই দফা অসুস্থ হয়ে মঞ্চে বসে পড়েন জামায়াত। এই অবস্থাতেই তিনি বক্তৃতা শেষ করেন।

এরপর সমাবেশ থেকেই সরাসরি তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন জামায়াত আমির।

এর আগে সমাবেশে বিকাল পাঁচটার পর বক্তৃতা দিতে শুরু করেন জামায়াত আমির। ৫টা ২০ মিনিটের দিকে প্রথমবার অসুস্থ হলে নিচে পড়ে যান তিনি। মঞ্চের অন্য নেতাদের সহযোগিতায় তিনি উঠে দাঁড়ান। সময় নেতারা তাকে ধরে রাখেন, তার খোলা মাথায় বাতাস করেন কেউ কেউ।

৫টা ২৩ মিনিটে আবার বক্তব্য শুরু করেন জামায়াত আমির। মিনিট বক্তব্য না দিতেই ফের অসুস্থ বোধ করেন তিনি। ক্ষণিকের জন্য বক্তৃতা বন্ধ করেন। এরপর ডান হাত দিয়ে বুক চেপে ধরেন এবং তাকে পড়ে যেতে দেখা যায়। সময় অন্য নেতারা চারপাশ থেকে তাকে ধরে বসিয়ে দেন।

জামাত আমির অবস্থায়ও বক্তৃতা চালিয়ে যেতে থাকেন। তিনি সমাবেশের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন তার এক মিনিটও বেশি থাকতে পারব না আমি। সুতরাং এটা নিয়ে আপনারা কেউ বিচলিত হবেন না।আল্লাহ যাতে তাকে শহীদি মৃত্যু দেন সেই কামনা করেন তিনি।

আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ’ বলে বক্তৃতা শেষ করেন জামায়াত আমির।

(ঢাকাটাইমস/১৯জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালালে ১৫৭৭ গ্রাম সোনাসহ দুই চোরাকারবারি আটক
বিএনপি সংস্কারে বিশ্বাস করে, কু-সংস্কারে নয়: গয়েশ্বর  
শেরেবাংলা নগরে ১৮ মামলার আসামিসহ গ্রেপ্তার ২১
খুলনায় বিষাক্ত মদপানে ৪ জনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা