হাসপাতালে জামায়াত আমিরের পাশে মির্জা ফখরুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন আমিরকে দেখতে যান তিনি।
জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থবোধ করে টানা দুইবার মঞ্চে লুটিয়ে পড়েন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এরপর তিনি বসে বক্তব্য শেষ করেন।
হাসপাতালে নেওয়ার কিছু সময় পরই ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত প্রেস সেক্রেটারি নজরুল ইসলাম বলেন, জামায়াত আমির ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ইসিজি করা হয়েছে। এখন এমআরআই করা হচ্ছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
(ঢাকা টাইমস/১৯জুলাই/জেবি/এসএ)

মন্তব্য করুন