শেরেবাংলা নগরে ১৮ মামলার আসামিসহ গ্রেপ্তার ২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২৫, ২২:৪৩
অ- অ+

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ডাকাতিসহ ১৮ মামলার আসামি রেজাউল ইসলাম হৃদয়সহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার শেরে বাংলা নগর থানা পুলিশের সদস্যরা তাদের গ্রেপ্তার করে বলে জানিয়েছেন থানাটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমামুল হক।

গ্রেপ্তারকৃত অন্যান্য আসামিরা হলেন, রেজাউল ইসলাম হৃদয় (২৯), সানজু (২৪), নুর ইসলাম সজিব (২৯), মো. সুজন (২১), মো. রিপন (২৮), মো. ফরহাদ (২১), সিয়াম খান (২৩), পল্লব রায় (২৮), আশরাফুল আলম পিয়াল (২৪), মো. আসলাম (২৯, মো. আল আমিন (২৯), মো. আসাদুজ্জামান সিয়াম (২১), মো. রাজু (১৯), মো. রাব্বি (১৮), নয়ন (১৮), মো. মানিক (২৪), আবু বক্কর সিদ্দিক (২৩), জিহাদ, আলী হোসেন (১৮), শান্ত ইসলাম (২৬) ও নুরুল ইসলাম রতন।

শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, শুক্রবার শেরেবাংলা নগর থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ডাকাতির প্রস্তুতিসহ নিয়মিত অন্যান্য মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কিডনি ও ডায়াবেটিস রোগের প্রাকৃতিক প্রতিরোধক ভেষজ করমচা, ওজনও কমায় দ্রুত
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াতের আমির
গোপালগঞ্জে সহিংসতায় চার মামলায় আসামি ৩০০৮, গ্রেপ্তার ৩০৬
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটার প্রায় পৌনে ১৩ কোটি, কেন্দ্র বাড়ছে ৪৫ হাজারে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা