শাহজালালে ১৫৭৭ গ্রাম সোনাসহ দুই চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২৫, ২২:৫২| আপডেট : ১৯ জুলাই ২০২৫, ২২:৫৪
অ- অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক দু’জন হলেন মো. শরীফুল আলম (৩০) ও মো. জুবায়ের (৩৬)।

শনিবার রাতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে বিমানবন্দরের আগমনী টার্মিনাল ১ ও ২ নম্বর ক্যানোপির মাঝামাঝি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তারা একটি সিলভার রঙের প্রাইভেটকারে করে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের থামিয়ে দেয় এবং তল্লাশি করে। তল্লাশির সময় প্রাইভেটকারের টুলবক্স থেকে ১৩টি কফি কালারের ছোট ব্যাগে মোড়ানো অবস্থায় ১৫৭৭ গ্রাম ২২ ক্যারেট মানের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের বাজারমূল্য প্রায় ১ কোটি ৯২ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং বিদেশি যাত্রীদের কাছ থেকে সোনা সংগ্রহ করে ‘রিসিভার’ হিসেবে কাজ করত। তারা বিভিন্ন দেশের যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে এই সোনা বাংলাদেশে আনত।

এই ঘটনায় শনিবার সন্ধ্যায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫-বি (১)(বি)/২৫-ডি ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “বিমানবন্দরে চোরাচালান রোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এমন অভিযান পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের হার কিছুটা বেড়েছে, তবে এসব অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

(ঢাকাটাইমস/১৯জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে বিজিবির হানা: আইস ও পিস্তলসহ যুবক গ্রেপ্তার
‘সহযোদ্ধা’ ও ‘জাস্টিস ফর কমরেডস’–এর সদস্যরা জড়ালেন ডাকাতিতে!
সোমবার যাত্রাবাড়ীতে পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে ২০২৫’
জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ৫০ শতাংশ: ভিসি আমানুল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা