অন্যের স্ত্রীর সঙ্গে পার্কে ঘোরাঘুরি, অতঃপর যা হলো এসআই মাহবুবের

নারী কেলেঙ্কারির অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন শিমুলকে পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত।
জানা গেছে, বৃহস্পতিবার নগরীর বেলস পার্কে এক নারীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন এসআই মাহবুব। তাদের একসঙ্গে দেখে এ নিয়ে কথা-কাটাকাটি হয় ওই নারীর স্বামীর। এ ঘটনার ভিডিও ধারণ করে কিছু প্রত্যক্ষদর্শী সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
ওসি নাজমুল নিশাত বলেন, নারীঘটিত ঘটনার অভিযোগের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে এসআই মাহবুবকে ক্লোজ করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন