প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৫, ০৯:৩৯| আপডেট : ২০ জুলাই ২০২৫, ১১:৪৪
অ- অ+

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তৃতার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তার খোঁজখবর নেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিবুর রহমান।

আজ রবিবার (২০ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা এক পোস্টে এই ধন্যবাদ জ্ঞাপন করেন জামায়াত আমির।

ফেসবুকে পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের সভা মঞ্চে অসুস্থ হওয়ার পর মাননীয় প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন।

আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তার এই সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন। আমীন।

গতকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তৃতার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এরপর হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরে নিজের শারীরিক সবশেষ অবস্থার কথা জানান তিনি। এ সময় তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন।

গতকাল সমাবেশে বিকাল পাঁচটার পর বক্তৃতা দেওয়ার সময় দুই দফা অসুস্থ হন জামায়াত আমির। ৫টা ২০ মিনিটের দিকে প্রথমবার অসুস্থ হলে নিচে পড়ে যান তিনি। মঞ্চের অন্য নেতাদের সহযোগিতায় তিনি উঠে দাঁড়ান। এ সময় নেতারা তাকে ধরে রাখেন

৫টা ২৩ মিনিটে আবার বক্তব্য শুরু করেন জামায়াত আমির। ১ মিনিট বক্তব্য না দিতেই ফের অসুস্থ বোধ করেন তিনি। ক্ষণিকের জন্য বক্তৃতা বন্ধ করেন। এরপর ডান হাত দিয়ে বুক চেপে ধরেন এবং তাকে পড়ে যেতে দেখা যায়। এ সময় অন্য নেতারা চারপাশ থেকে তাকে ধরে বসিয়ে দেন।

জামায়াত আমির এ অবস্থায়ও বক্তৃতা চালিয়ে যেতে থাকেন। তিনি সমাবেশের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন তার এক মিনিটও বেশি থাকতে পারব না আমি। সুতরাং এটা নিয়ে আপনারা কেউ বিচলিত হবেন না। আল্লাহ যাতে তাকে শহীদি মৃত্যু দেন সেই কামনা করেন তিনি।

আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তৃতা শেষ করেন জামায়াত আমির।

(ঢাকাটাইমস/২০জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে বিজিবির হানা: আইস ও পিস্তলসহ যুবক গ্রেপ্তার
‘সহযোদ্ধা’ ও ‘জাস্টিস ফর কমরেডস’–এর সদস্যরা জড়ালেন ডাকাতিতে!
সোমবার যাত্রাবাড়ীতে পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে ২০২৫’
জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ৫০ শতাংশ: ভিসি আমানুল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা