গোপালগঞ্জে কারফিউ শেষে ফের ১৪৪ ধারা জারি, সভা-সমাবেশ নিষিদ্ধ

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৫, ১০:৪৭| আপডেট : ২০ জুলাই ২০২৫, ১২:৩৭
অ- অ+

গোপালগঞ্জে চলমান উত্তেজনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপটে কারফিউ শিথিলের পর আবারও ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ রবিবার (২০ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা অনুযায়ী এই আদেশ বলবৎ থাকবে। এ সময় জেলার যেকোনো স্থানে সভা, মিছিল বা জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস ও জরুরি পরিষেবাগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি বলেন, শনিবার রাত ৮টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ বলবৎ ছিল। সেই কারফিউ শেষে এখন ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে, যা চলবে রাত ৮টা পর্যন্ত।

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে ঘিরে গত বুধবার গোপালগঞ্জে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এদিন রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।

পরবর্তীতে শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। তারই ধারাবাহিকতায় আজ ১৪৪ ধারা কার্যকর করা হলো।

গোপালগঞ্জে সহিংসতা ও রাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকায় জেলা প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২০ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগের পদ্ধতি নিয়ে অধিকাংশ দল একমত
শ্বেতপত্রের শিক্ষাবিষয়ক প্রস্তাবগুলো এগিয়ে নেওয়া হবে: শিক্ষা উপদেষ্টা
৪০ বছরে এমন সংকট কখনো আসেনি: এ কে আজাদ
টাইগারদের বোলিংয়ে ১১০ রানে অলআউট পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা