আবারও মেসির জোড়া গোলে মায়ামির বড় জয়

যুক্তরাষ্ট্রের এমএলএসে (মেজর লিগ সকার) আগের ম্যাচে এফসি সিনসিনাটির কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল ইন্টার মিয়ামি। পরের ম্যাচেই নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৫-১ ব্যবধানের বড় জয়ে ফের ছন্দে ফিরেছে লিওনেল মেসিদের ক্লাব।
দারুণ ফর্মে আছেন লিওনেল মেসি। টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে দলকে জিতিয়ে ইতিহাস গড়েছিলেন আগেই। মাঝে এক ম্যাচে তিনি গোল পাননি, জয় পায়নি ইন্টার মায়ামিও। সেই বিরতি কাটিয়ে আবারও নিজের স্বভাবজাত জাদু দেখালেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির দুটি গোল ও অ্যাসিস্টে নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে মিয়ামি।
এ নিয়ে সর্বশেষ ৭ ম্যাচের ৬টিতেই একাধিক গোল করলেন আটবারের ব্যালন ডি'অরজয়ী তারকা।
ম্যাচের শুরুতে ১৫ মিনিটে গোল করে লিড নিয়েছিল নিউ ইয়র্ক। কিন্তু শেষ পর্যন্ত মেসির নেতৃত্বে সকল ভয় ও অনিশ্চয়তাকে তাড়িয়ে দিয়ে বড় জয়ই তুলে নিয়েছে মিয়ামি।
২৪ মিনিটে মেসির একটি দুর্দান্ত ক্রস থেকে গোল করে মিয়ামিকে সমতায় ফেরান জর্দি আলবা। এটি স্প্যানিশ তারকার মৌসুমের প্রথম গোল।
এরপর ২৭ মিনিটে মিয়ামি ২-১ ব্যবধানে এগিয়ে যায়। লুইস সুয়ারেজ বল বাড়ান মেসির দিকে। মেসি তা দ্রুত পাঠিয়ে দেন আলবার দিকে, আর আলবা সেটি পাস দেন সেগোভিয়াকে, যিনি সহজেই বল জালে পাঠান।
৩-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় মায়ামি। মেসি প্রথম স্কোরবোর্ডে নাম তোলেন ৬০ মিনিটে। সার্জিও বুসকেটসের লম্বা পাসে বাড়ানো বল নিয়ে গোলরক্ষককে কাটিয়ে ম্যাচে নিজের প্রথম গোল করেন তিনি।
১৫ মিনিট পরেই নিজের জোড়া গোলের দৃশ্যায়ন করলেন মেসি। বেঞ্জামিন ক্রেমাশ্চির পাস পেয়ে বক্সের মাথা থেকে ক্রস নেন লুইস সুয়ারেজ। যা প্রথমে বুক দিয়ে নামিয়ে এনে পরে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন আলবিসেলেস্তে তারকা। ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের গোলে ৫-১ গোলে বড় জয় নিশ্চিত হয় মায়ামির।
এই দুই গোলের মাধ্যমে এমএলএসে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮তে। আর মোট ২৭টি গোলের সঙ্গে সরাসরি জড়িত হন ফুটবলের এই মহাতারকা।
(ঢাকাটাইমস/২০জুলাই/আরকে)

মন্তব্য করুন