‘ভারতকে বেশি অর্থ দিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে বঞ্চিত করছে আইসিসি’

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৫, ১৭:৫৫
অ- অ+

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ক্রিকেটের বিশ্বায়নের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিচ্ছে কি না, তা নিয়ে প্রায়ই নানা মহলে সমালোচনা শোনা যায়। এর মাঝেই রাজস্ব বণ্টনের ক্ষেত্রে আইসিসির পক্ষপাতমূলক নীতি প্রশ্নের জন্ম দিয়েছে।

রেডিফিউশনের এক প্রতিবেদনে জানা গেছে ২০২৩-২৪ অর্থ বছরে আইসিসি’র রাজস্ব বন্টন থেকেই ভারতের আয় আয় ১ হাজার ৪২ কোটি রুপি, যা আইসিসির মোট রাজস্ব বন্টনের ৩৮ দশমিক ৫০ শতাংশ। আইসিসি থেকে এর চেয়ে বেশি অর্থ পায় না আর কোনো দল।

২০২৩ সালের জুলাই মাসে আইসিসি যে রাজস্ব বণ্টন মডেল অনুমোদন করে, তা ২০২৪-২০২৭ চক্রে কার্যকর। এতে দেখা যায়, সবচেয়ে বেশি ৩৮.৫০ শতাংশ রাজস্ব পাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দ্বিতীয় সর্বোচ্চ ৬.৮৯ শতাংশ পাচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এরপর রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (৬.২৫%) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (৫.৭৫%)। অন্য বোর্ডগুলো, বিশেষ করে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড ৫ শতাংশেরও কম পাচ্ছে, যা তাদের ক্রিকেট কাঠামো গঠনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর আরও বেশি অর্থ পাওয়া উচিত আইসিসির কাছ থেকে। আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থে সব দলেরই লভ্যাংশ কাছাকাছি থাকা উচিত বলেও মনে করেন তিনি।

ভন সম্প্রতি হাজির হয়েছিলেন ‘স্টিক টু ক্রিকেট’ নামের একটি পডকাস্টে। তার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারাও। তিনিও ভনের সঙ্গে একমত হয়েছেন।

ভন বলেন, ‘যে জিনিসটা আমার বাজে লাগে, সেটা হচ্ছে ক্রিকেটের টাকাপয়সা সঠিকভাবে ভাগ হয় না। আইসিসির অনেক টাকা আছে। আমরা যদি ক্রিকেটে দুই স্তরও চালু করি, সবচেয়ে ন্যায্য হচ্ছে ভাগাভাগিটা ঠিক করা। আমি বলছি না যে সবাই একদম সমানে সমান টাকা পাক।'

ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও শ্রীলঙ্কার উদাহরণ টেনে ভন বলেন, 'ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মতো দলগুলোর ভাগের টাকা আরও বেশি পাওয়া উচিত, যাতে তারা খেলোয়াড়দের আরও বেশি টাকা দিতে পারে। একটা ভালো অঙ্কের অর্থ পেলে এই খেলোয়াড়েরা জাতীয় দলের হয়ে আরও বেশি দিন খেলবেন।’

ভনের কথায় সমর্থন জানিয়ে মাথা নাড়ান লারা। আর আরেক কিংবদন্তি ক্লাইভ লয়েড বলেন, ‘আমি একমত।’ আইসিসি কোন বোর্ডকে কত অর্থ প্রদান করে তা কখনও জনসম্মুখে আনা হয় না।

জানা যায় ২০২৪-২৭ চক্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাচ্ছে আইসিসির লভ্যাংশের ৪.৪৬ শতাংশ, যা ভারতের তুলনায় অনেক কম।

(ঢাকাটাইমস/২০জুলাই/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
হেডিংলিতে রেকর্ড রান তাড়া করে ভারতকে হারালো ইংল্যান্ড
কলম্বোতে ব্যাটিংয়ে টাইগাররা, ফিরেছেন মিরাজ
কলম্বোতে দুই মাইলফলকের সামনে লিটন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা