জামায়াত আমিরের চিকিৎসায় সহযোগিতার ইচ্ছা প্রকাশ সেনাপ্রধানের: ফেসবুক স্ট্যাটাসে দাবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবরে তার খোঁজ-খবর নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। তিনি জামায়াত নেতার চিকিৎসায় যেকোনো ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন।
আজ রোববার (২০ জুলাই) বিকালে ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা যায়।
বিকাল ৪টা ৫০ মিনিটে পোস্ট করা স্ট্যাটাসে লেখা হয়, ‘আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান-এর অসুস্থ হওয়ার খবর শুনে সেনাপ্রধান জনাব ওয়াকার উজ্জামান শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। তিনি জানান, সম্মানীত আমীর সাহেবের চিকিৎসার জন্য যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন।’
এতে আরও লেখা হয়, সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
গতকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তৃতার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এরপর হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরে নিজের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান তিনি।
গতকাল সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় দুই দফা অসুস্থ হন জামায়াত আমির। ৫টা ২০ মিনিটের দিকে প্রথমবার অসুস্থ হলে নিচে পড়ে যান তিনি। মঞ্চের অন্য নেতাদের সহযোগিতায় তিনি উঠে দাঁড়ান। এ সময় নেতারা তাকে ধরে রাখেন।
৫টা ২৩ মিনিটে আবার বক্তব্য শুরু করেন জামায়াত আমির। ১ মিনিট বক্তব্য না দিতেই ফের অসুস্থ বোধ করেন তিনি। ক্ষণিকের জন্য বক্তৃতা বন্ধ করেন। এরপর ডান হাত দিয়ে বুক চেপে ধরেন এবং তাকে পড়ে যেতে দেখা যায়। এ সময় অন্য নেতারা চারপাশ থেকে তাকে ধরে বসিয়ে দেন।
জামায়াত আমির এ অবস্থায়ও বক্তৃতা চালিয়ে যেতে থাকেন। তিনি সমাবেশের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন তার এক মিনিটও বেশি থাকতে পারব না আমি। সুতরাং এটা নিয়ে আপনারা কেউ বিচলিত হবেন না।’ আল্লাহ যাতে তাকে শহীদি মৃত্যু দেন সেই কামনা করেন তিনি।
‘আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ’ বলে বক্তৃতা শেষ করেন জামায়াত আমির।
(ঢাকাটাইমস/২০জুলাই/মোআ)

মন্তব্য করুন