যশোরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

যশোরে পুকুরের পানিতে ডুবে আয়ান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বাঘারপাড়া উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়ান উপজেলার দোহাকুলা গ্রামের জাহিদুর রহমানের ছেলে।
আয়ানের চাচা আলম হোসেন জানান, বাড়ির একপাশে একা খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মোহন কুমার পাল বলেন, বেলা ১১টা ১০ মিনিটে হাসপাতলে আনা হয়। পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে পানিতে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।(ঢাকা টাইমস/২০জুলাই/এসএ)

মন্তব্য করুন