২০ বছরের পুরনো বাস ও ২৫ বছরের ট্রাকের বিরুদ্ধে

বিআরটিএর অভিযান, বিআরটিসি বাসকে জরিমানা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৫, ১৮:৫৮
অ- অ+

সারা দেশের সড়ক ও মহাসড়কে মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। ২০ বছরের বেশি পুরনো বাস ও ২৫ বছরের বেশি পুরনো ট্রাক, কাভার্ডভ্যানের বিরুদ্ধে নেওয়া এ অভিযানে বিআরটিএর সঙ্গে যুক্ত হয়েছে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠন।

রবিবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের আটটি পয়েন্টে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

ফার্মগেট এলাকায় পরিচালিত অভিযানে কাগজপত্র না থাকায় তিনটি বিআরটিসি বাসকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘২০ বছরের বেশি পুরনো বাস এবং ২৫ বছরের বেশি পুরনো ট্রাক সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। তাই আমরা এই ধরনের যানবাহনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান শুরু করেছি।’

তিনি আরও বলেন, ‘রাতারাতি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। অতীত নিয়ে না ভেবে আমরা নিয়মিত অভিযান চালিয়ে সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনতে কাজ করছি। শুধু সড়কে নয়, বাস ডিপোগুলোকেও নজরদারির আওতায় আনা হবে।’

অভিযানে বিআরটিএ চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন) মো. কামরুল ইসলাম চৌধুরী, পরিচালক (এনফোর্সমেন্ট) নাজনীন হোসেন, ঢাকা বিভাগীয় পরিচালক শফিকুজ্জামান ভূঁইয়া, উপপরিচালক হেমায়েত উদ্দিন, পরিচালক মীর আহমেদ তারিকুল ওমর, রোড সেফটি পরিচালক শহীদুল্লাহ এবং ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/২০জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে বিজিবির হানা: আইস ও পিস্তলসহ যুবক গ্রেপ্তার
‘সহযোদ্ধা’ ও ‘জাস্টিস ফর কমরেডস’–এর সদস্যরা জড়ালেন ডাকাতিতে!
সোমবার যাত্রাবাড়ীতে পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে ২০২৫’
জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ৫০ শতাংশ: ভিসি আমানুল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা