‘সহযোদ্ধা’ ও ‘জাস্টিস ফর কমরেডস’–এর সদস্যরা জড়ালেন ডাকাতিতে!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৫, ২৩:১২
অ- অ+

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির চেষ্টার সময় বেশ কয়েকজনকে আটক করেছে স্থানীয় জনতা। আটক ব্যক্তিদের মধ্যে দুজন সাবেক সেনাসদস্যও রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকাল তিনটা ১৫ মিনিটের দিকে মিরপুর ডিওএইচএসের ৮০৭ নম্বর বাসার পঞ্চম তলায় ঢোকেন পাঁচ ব্যক্তি। তাদের মধ্যে ছিলেন সাবেক লেফটেন্যান্ট ফিরোজ ইফতেখার, যিনি ২০০৭ সালে সেনাবাহিনী থেকে মেডিক্যাল বোর্ড আউট হন এবং সাবেক কর্পোরাল মুকুল। তারা নিজেদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করেন। এই দলের সদস্যদের টার্গেট ছিল ভাড়াটিয়া বোরহানের বাসাটি। অভিযুক্ত ব্যক্তিকে না পেয়ে ঘরে থাকা স্বর্ণালংকার, মোবাইল, ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী ব্যাগে ভরতে থাকেন তারা। তবে ঘটনাটি সন্দেহজনক মনে হয় তথ্যদাতা হারুনুর রশিদের। তিনি মোটরসাইকেলে করে ওই ব্যক্তিদের ব্যবহৃত প্রাইভেট কারটি অনুসরণ করেন এবং চিৎকার করে ‘ডাকাত যাচ্ছে’ বলে আশপাশের লোকজনকে সতর্ক করেন। পরে গাড়িটি এনডিসি চেকপোস্টের কাছে পৌঁছালে সামনের আরেকটি গাড়ির কারণে তা আটকে যায়। স্থানীয়দের সহায়তায় পাঁচজনকেই ঘটনাস্থল থেকে আটক করা হয়।

তবে পল্লবী থানা পুলিশের দাবি, তারা চারজনকে থানা হেফাজতে নিয়েছেন।

জিজ্ঞাসাবাদে কর্পোরাল মুকুল (অব.) জানান, মিরপুর-১০–এর এক চায়ের দোকানে তার সঙ্গে হারুনুর রশিদের পরিচয় হয়। হারুন জানান, এক ব্যক্তির কাছে অবৈধ অস্ত্র রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

তবে পুলিশ বলছে, এটি কোনো অভিযান ছিল না, বরং পরিকল্পিত ডাকাতি। আটক লেফটেন্যান্ট ফিরোজ ইফতেখার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের ঘনিষ্ঠ এবং তার নেতৃত্বাধীন ‘জাস্টিস ফর কমরেডস’ নামের একটি সংগঠনের সদস্য। অপরদিকে কর্পোরাল মুকুল ‘সহযোদ্ধা’ নামের একটি গ্রুপের সঙ্গে যুক্ত, যা সেনাবাহিনী থেকে বিতাড়িত বা অসন্তুষ্টদের নিয়ে গঠিত।

অভিযুক্তদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, ডায়মন্ড ও স্বর্ণালংকার, ল্যাপটপ, তিনটি দামী ঘড়ি, প্রসাধনী সামগ্রী ও কিছু ইয়াবা ট্যাবলেট এবং পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিদের পল্লবী থানায় হস্তান্তর করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, 'এই ঘটনায় চারজন থানা হেফাজতে আছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।'

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে বিজিবির হানা: আইস ও পিস্তলসহ যুবক গ্রেপ্তার
সোমবার যাত্রাবাড়ীতে পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে ২০২৫’
জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ৫০ শতাংশ: ভিসি আমানুল্লাহ
পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজ শুরু বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা