চাকরি ফেরত পেলেন পুলিশের সাবেক দুই ঊর্ধ্বতন কর্মকর্তা
পুলিশের সাবেক দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে সরকার। তারা হলেন- অতিরিক্ত আইজিপি শেখ মো. সাজ্জাত আলী এবং অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব আলম। এদের মধ্যে সাজ্জাত আলী পুলিশ সংস্কার কমিশনের অন্যতম সদস্য হিসেবে কাজ করছেন।
রবিবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১-এর মামলা নম্বর ৩৩/২০১৭-এর ৩ সেপ্টেম্বরের রায় অনুযায়ী পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) শেখ মো. সাজ্জাত আলীকে ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর থেকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল হিসেবে গণ্য করা হলো। তিনি আদালতের আদেশানুযায়ী সব প্রাপ্য বেতন-ভাতাদি এবং অবসরজনিত আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন।
ঢাকাটাইমস/১৮নভেম্বর/এসএস/ইএস
মন্তব্য করুন