প্রাক্তন পুলিশ সুপার মুনির হোসেনকে চাকরিতে বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩১
অ- অ+

অবসরপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মো. মুনির হোসেনকে চাকরিতে পুনর্বহাল করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, প্রশাসনিক ট্রাইব্যুনাল-৩, ঢাকার এ, টি মামলা নং-১০/২০২৪ (নতুন) ২৬২/২০২৩ (পুরাতন) এর ২৫ সেপ্টেম্বরের রায় অনুযায়ী পুলিশের অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মো. মুনির হোসেনকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল করা হলো। তার চাকরি ২০২২ সালের ২০ ডিসেম্বর থেকে গণ্য হবে। তিনি বিজ্ঞ আদালতের আদেশানুযায়ী পদোন্নতিসহ সকল প্রাপ্য বকেয়া বেতন-ভাতাদি এবং অবসরজনিত আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এর আগে গত ১৮ নভেম্বর পুলিশের সাবেক দুই কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করে সরকার। তারা হলেন- অতিরিক্ত আইজিপি শেখ মো. সাজ্জাত আলী এবং অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব আলম। এর মধ্যে সাজ্জাত আলীকে ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অবসরপ্রাপ্ত সাবেক এসবিপ্রধান বাহারুল আলমের চাকরি পুনর্বাহল করে পুলিশের প্রধান করা হয়।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এসএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-সম্পাদক সুজন-অয়ন গ্রেপ্তার 
জনগণের ঐক্যই নতুন একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাবে: জোনায়েদ সাকি 
খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী হোয়াইট গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা