পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল ইসলাম

পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের কর্মকর্তা ময়নুল ইসলামকে গত বছরের ৭ আগস্ট পুলিশের মহাপরিদর্শক (আইজপি) করা হয়। তবে মাত্র সাড়ে তিন মাস পর আইজিপি পদ থেকে তাকে সরিয়ে নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ময়নুল ইসলামেরই পছন্দে রাষ্ট্রদূত করে তার চাকরি প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
গুঞ্জন ছিল সাবেক এই পুলিশপ্রধানকে মালয়েশিয়া, সুইজারল্যান্ড কিংবা ফ্রান্সে রাষ্ট্রদূত করা হতে পারে। অবশেষে সাড়ে চারমাস পর পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন ময়নুল ইসলাম।
(ঢাকাটাইমস/১০এপ্রিল/এসএস/এমআর)

মন্তব্য করুন