চাঁদপুরে সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর বাড়িতে ভাঙচুর-আগুন
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার চাঁদপুরের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার রাতে মতলব উত্তরের মোহনপুরের বাড়ির দুটি ভবনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার রাতে মতলব উত্তরের মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোহাম্মদ মিজানুর রহমানের অনুসারী ১২০ থেকে ১৫০ জন লোক প্রথমে মোহনপুর বাজার সংলগ্ন ওয়াসিম ব্যাপারী, বাচ্চু খালাসী, তোফাজ্জল খালাসী, গোলাম হোসেন খালাসী, ইউসুফ খালাসী, মুক্তার খালাসী, মাখন খালাসী ও রেফুল ব্যাপারীদের বাড়িতে ভাঙচুর ও লুটতরাজ করে। পরে তারা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোহাম্মদ মিজানুর রহমানের অনুসারী শতাধিক কর্মী এ ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। মায়ার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় কাউকে এখনো আটক করা না হলেও পুলিশ অপরাধীদের খুঁজছে।
মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার বলেন, ‘আমরা এটিকে ন্যক্কারজনক ঘটনা মনে করি। আমরা এটিকে একবিন্দুও সমর্থন করি না। আমাদের নেতা তারেক রহমান। আমরা কখনোই সহিংসতার রাজনীতি করি না। সহিংসতার রাজনীতিকে আমরা আশ্রয়-প্রশ্রয় দেই না।’
প্রসঙ্গত, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে চলে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে মায়া চৌধুরী আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে চাঁদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকায় একাধিক মামলা রয়েছে।
(ঢাকা টাইমস/১৭নভেম্বর/এসএ)
মন্তব্য করুন