চাঁদপুর ঘাটে তিন লঞ্চ মালিকের দৌরাত্ম্য
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময় চাঁদপুর লঞ্চঘাট ত্যাগ না করে বছর জুড়ে দৌরাত্ম্য সৃষ্টির অভিযোগ উঠেছে তিন লঞ্চ মালিকের বিরুদ্ধে। বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে তারা এই নৈরাজ্যের সৃষ্টি করেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন অন্যান্য লঞ্চ মালিক কর্তৃপক্ষ।
যে তিন লঞ্চের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেগুলো হলো যাত্রীবাহী লঞ্চ এমভি রায়হান, রহমত ও জামাল-৮।
জানা যায়, শুক্রবার (১৫ নভেম্বর) সকালে চাঁদপুর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক বশির আলী খানের নির্দেশে টিআই মাহাতাব যাত্রীবাহী লঞ্চ এমভি রায়হান, রহমত ও জামাল-৮ প্রতিদিন চাঁদপুর থেকে ১১টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার নির্দেশ দেন।
এ সময় যাত্রীবাহী লঞ্চ রায়হানের কর্তৃপক্ষ সরকারি নির্দেশনা অমান্য করে আধা ঘণ্টা দেরিতে লঞ্চ ছাড়ার চেষ্টা করে। ফলে লঞ্চঘাটের অন্যান্য লঞ্চের সুপারভাইজার ও কর্তৃপক্ষের সাথে রায়হান লঞ্চের লোকজনের হট্টগোলের সৃষ্টি হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চিঠির আলোকে জানা গেছে, ঢাকা থেকে যেসব লঞ্চ রাত সাড়ে ১২টায় ছাড়বে, সেসব লঞ্চ চাঁদপুর থেকে সকাল ১১টা ৫ মিনিটে ছাড়ার নির্দেশনা দেয়া রয়েছে।
চাঁদপুর লঞ্চঘাটের দায়িত্বরত লঞ্চ মালিক প্রতিনিধিরা জানান, ঢাকার মালিকানা এমভি রায়হান, রহমত ও জামাল-৮ লঞ্চের কর্তৃপক্ষ আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘ এক বছর ধরে অনিয়মের মধ্য দিয়ে আধা ঘণ্টা দেরিতে টার্মিনাল থেকে তাদের লঞ্চ ছেড়েছে। তাদের এই অনিয়মের প্রতিবাদ করেও কোন কা হয়নি।
তারা আরও জানান, এই তিন লঞ্চ মালিক বহিরাগত সন্ত্রাসী বাহিনীদের ব্যবহার করে দীর্ঘদিন অনিয়ম করেছে। তাদের বিরুদ্ধে মুখ খুললে সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা ও হুমকি দিতেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে হবে।
এদিকে এই অনিয়ম ও দৌরাত্ম্য বন্ধ করে দেয়ার উদ্যোগ নেয় চাঁদপুর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক। অবশেষে তার নির্দেশে সঠিক সময় লঞ্চগুলো ছেড়ে যাওয়ার অনুরোধ করেন বিআইডব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক (টিআই) মাহাতাব।
চাঁদপুর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক বশির আলী খান জানান, আগে যত অনিয়ম হয়েছে তা এখন আর হবে না। নির্ধারিত সময়ে লঞ্চ ছাড়তে হবে। যারা সরকারের নিয়ম-নীতি উপেক্ষা করে দেরিতে লঞ্চ ছাড়বে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
(ঢাকাটাইমস/১৭নভেম্বর/মোআ
মন্তব্য করুন