গাজীপুরে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ, অগ্নিসংযোগ 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৪, ১৪:৪৬
অ- অ+

গাজীপুর মহানগরীর কাশিমপুরের পানিশাইল এলাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা একটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেছে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে এলাকাবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে জিরানী বাজারের পাশে অ্যামাজন নিট ওয়্যার নামে একটি কারখানায় আগুন ধরিয়ে দেন। এসময় ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর কাশিমপুরের পানিশাইল এলাকায় তিনদিন ধরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানায় বেতনের দাবিতে শ্রমিকেরা মহানগরীর চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ ঘটনায় আশপাশের অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ। এর মধ্যে গত ১ নভেম্বর নগরীর পানিশাইল এলাকার ডরিন ফ্যাশন লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। তবে রবিবার কারখানা খুলে দেওয়া হলেও আবার দুপুরের পর ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এদিকে সোমবার (১৮ নভেম্বর) সকালে ডরিন ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে তাদের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা বিক্ষোভে শুরু করেন। একপর্যায়ে তাঁরা চন্দ্রা-নবীনগর সড়কের জিরানী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। একই সময়ে একই সড়কের পৃথক স্থানে বেক্সিমকো কারখানার শ্রমিকেরাও অবরোধ করে বিক্ষোভ করছিলেন। আন্দোলনের এক পর্যায়ে বেলা ১১টার দিকে ডরিন ফ্যাশন ও বেক্সিমকো কারখানার শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি থেকে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন।

শ্রমিকেরা পানিশাইল ও কলতাসুতি এলাকায় ঢুকে পড়ে এলাকার লোকজনদেরও মারধর করেন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শ্রমিকদের ধাওয়া দেন। বেশ কিছু সময় ত্রিমুখী ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় ডরিন ফ্যাশন ও বেক্সিমকোর কিছু শ্রমিক পূর্ব কলতাসুতি এলাকার অ্যামাজন নিট ওয়্যার নামের একটি কারখানায় আগুন ধরিয়ে দেন।

খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাশিমপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় আগুন নেভানো হচ্ছে।

গাজীপুর শিল্প পুলিশ সুপার সারোয়ার আলম জানান, বেক্সিমকো কারখানার শ্রমিকদের সাথে ডরিন ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(ঢাকা টাইমস/১৮নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা