তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁয়ে প্রতিবাদ সভা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ও নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম।
বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, কেন্দ্রীয় তাঁতী দলের কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বজলুর রহমান, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি খোরশেদ আলম, বিএনপি নেতা আবুল কাশেম বাবু প্রমুখ। (ঢাকা টাইমস/১৮নভেম্বর/এসএ)
মন্তব্য করুন