টাঙ্গাইলে ৪ ফিলিং স্টেশনকে জরিমানা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৪, ২০:১০
অ- অ+

টাঙ্গাইলের ভূঞাপুরে ওজনে কম দেওয়ার অপরাধে চারটি ফিলিং স্টেশন (তেলের পাম্প) মালিককে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে উপজেলা পৌর শহরের বিভিন্ন তেলের পাম্পগুলো এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার।

অভিযানে জরিমানাপ্রাপ্ত ফিলিং স্টেশনগুলো হচ্ছে- যমুনা ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা, ভাই বন্ধু ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা, ভূঞাপুর ফিলিং স্টেশনকে ৭ হাজার টাকা ও কাকন ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা।

অভিযান পরিচালনাকালে এসব স্টেশনগুলোতে ৩০ এমএল থেকে ১৫০ এমএল পর্যন্ত ওজন কম পায় তারা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার বলেন, ওজন কম দেওয়ার অপরাধে ৪টি ফিলিং স্টেশনকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/১৮নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা