সাবেক মন্ত্রী গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে নারীসহ গ্রেপ্তার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৪, ১৮:১০| আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৯:১৫
অ- অ+

সাবেক বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের পিএস ফিরোজ ভুঁইয়াকে এক নারীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার হোটেল কক্স টুডের ৫১৭ নম্বর কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফিরোজ ভুঁইয়াকে গ্রেপ্তার করে তারা। সময় তার সঙ্গে থাকা রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মোর্শেদা আক্তার নামের এক নারীকেও গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ফিরোজ ভুঁইয়ার বিরুদ্ধে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের নব কিশোলয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) হত্যা তারাবো পৌরসভা যুবদলের সভাপতি আফজাল কবিরের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাটসহ রূপগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানায় বেশ কিছু মামলা রয়েছে। ফিরোজ ভুঁইয়া রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপসী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

গত আগস্ট চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় গুলিবিদ্ধ হয়ে রোমান মিয়া নিহত হয়। মামলায় এর আগে সাবেক বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জায়েদ আলীকে গ্রেপ্তার করা হয়।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা