দেশের প্রাচীন বিদ্যালয়গুলো বিশ্বের দরবারে তুলে ধরা উচিত: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৪, ১৮:৩৬| আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৯:২৪
অ- অ+

দেশের সব প্রাচীন বিদ্যালয়গুলো বিশ্বের দরবারে তুলে ধরা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে সুনামগঞ্জের পৌর শহরের প্রাচীন বিদ্যাপীঠ সরকারি জুবলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে এ কথা বলেন উপদেষ্টা।

প্রতি বছরই পাঠ্যবই ছাপানোর সময় কিছু না কিছু ভুল-ভ্রান্তি থাকার কথা উল্লেখ করে প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘পাঠ্যবইয়ের আলোকেই শিশুদের মানসিক বিকাশ গড়ে ওঠে, তাই ভুল থাকা কাম্য নয়। এবার ত্রুটি কমাতে সরকার চেষ্টা করছে আর আমাদের পক্ষ থেকে ত্রুটি কমাতে সবোর্চ্চ চেষ্টা করেছি।’

বিদ্যালয়ে ভর্তির ব্যাপারে উপদেষ্টা বলেন, বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ভর্তি কার্যক্রম অব্যাহত রাখা উচিত। এতে মেধাবী শিক্ষার্থীরা মানসম্মত লেখাপড়ার সুযোগ পাবে।

এ সময় তিনি শৈশবের বিদ্যালয়ের স্মৃতিচারণা করেন শিক্ষা উপদেষ্টা। বলেন, ‘আমি পড়াশোনা করার জন্য দুর্গম এলাকা মধ্যনগর থেকে লঞ্চ দিয়ে শহরের এই ঐতিহ্যবাহী জুবলী স্কুলে আসতাম। যখন লঞ্চ বন্ধ থাকত তখন নৌকা করে আসতাম। আমার মনে হয় জুবলী স্কুলসহ দেশের সব প্রাচীন বিদ্যালয় বিশ্বের দরবারে আমাদের তুলে ধরা উচিত।’

স্কুলের মাঠ দখল রোধ করতে সব সময় খেলাধুলোর জন্য উন্মুক্ত রাখার ওপর গুরুত্ব আরোপ করেন প্রাথমিক গণশিক্ষা উপদেষ্ট, ‘খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একটি টিমওয়ার্ক গড়ে ওঠে। স্কুলের মাঠে খেলাধুলা ছাড়া অন্য কিছু আয়োজন করা ঠিক নয়। আর স্কুলের মাঠে সব সময় খেলাধুলা থাকতে হবে, না হয় দখলদারির মনোভাব গড়ে উঠবে।’

এর আগে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের সাথে বছর শেষ ক্লাস পার্টি কেক কেটে উদযাপন করেন তিনি। পরে শৈশবে কাটানো পুরো বিদ্যালয় প্রাঙ্গণ, বিদ্যালয়ের ছাত্রাবাস পুরনো সেই লঞ্চঘাট ঘুরে দেখেন উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

এ সময় স্কুলের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জ্যামাইকা টেস্ট: ১২৮ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
নাহিদ রানার ফাইফারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিড পেল বাংলাদেশ
হিন্দুত্ববাদী ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি: মাহমুদুর রহমান
আইনজীবী আলিফ হত্যায় জড়িতের দ্রুত বিচার চান মেয়র শাহাদাত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা