ফরিদপুরে আসামি ধরতে গিয়ে হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৪, ১০:২৪
অ- অ+

ফরিদপুরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে তার স্বজনদের হামলায় আহত হয়েছেন কোতয়ালী থানার দুই পুলিশ কর্মকর্তা।

বুধবার রাত সাড়ে ৭টার দিকে শহরের গোয়ালচামট খোদাবক্স রোড এলাকায় আসামি রাব্বী হাসান বাপীর (৩০) বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন- কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল তরফদার ও একই থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) কর্ণ কুমার হালদার।

তবে হামলার শিকার হলেও আহত দুই পুলিশ কর্মকর্তা আসামি রাব্বীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসতে সক্ষম হন। রাব্বী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, আসামি রাব্বীকে ধরতে কোতয়ালী থানার তিন পুলিশ সদস্যের একটি দল গোয়ালচামট মহল্লা এলাকার খোদাবক্স রোডস্থ বাসায় যান। সেখান থেকে আসামিকে গ্রেপ্তার করেন। তবে নিয়ে আসার সময় পুলিশ সদস্যরা প্রতিরোধের মুখে পড়েন।

এ সময় রাব্বীকে ছিনিয়ে নিতে তার প্রতিবেশী শেখ রুস্তম (৩০) এসআই ফাহিমের বাম চোখে ঘুষি মারেন। এতে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়। এরপর আসামি রাব্বী এএসআই কর্ণকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তিনি সামান্য আহত হন। দুই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান।

তিনি বলেন, ‘রাব্বীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া যে ব্যক্তি (শেখ রুস্তম) এসআই ফাহিমকে ঘুষি মেরেছে তাকেও আটক করা হয়েছে।’

এ ব্যাপারে সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার অভিযোগে রাব্বী ও তার সহযোগীদের বিরুদ্ধে নতুন করে একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরিবারের সঙ্গে মিলেছে হারিছ চৌধুরীর ডিএনএ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নির্দেশ হাইকোর্টের
জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পর্ব শেষ করলো বাংলাদেশ
চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান জসীম উদ্দিন ঢাকায় গ্রেপ্তার
ইউটিউবে আরশ-তিশার ‘আহত ভালোবাসার ঘ্রাণ’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা