মাদারীপুরে হত্যা মামলায় শাজাহান খান ও গোলাপ কারাগারে

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ১৪:৫৭| আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৫:১২
অ- অ+

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের দুই হত্যা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আব্দুস সোবহান গোলাপকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাজিদ উল হাসান চৌধুরী এ আদেশ দেন।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুর পৌর শহরের লেকপাড়ে ত্রিমুখী সংঘর্ষে দীপ্ত দে নামে এক শিক্ষার্থী মারা যায়। এছাড়া সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খাগছাড়ায় যুবলীগ-ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে তাওহীদ সন্ন্যামাত নামে আরেক যুবক নিহত হন। এই দুই ঘটনায় পৃথক দুটো মামলা হয়। যেখানে সাবেক নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আব্দুস সোবহান গোলাপকে আসামি করা হয়। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখালে রবিবার বেলা ১১টার দিকে আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন তাদের আইনজীবী। কিন্তু মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল আদালতের হাকিম শুনানি শেষে তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় আদালতে সরকারি কৌঁসুলি উপস্থিত ছিলেন। পরে তাদের মাদারীপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

আদালতে শাজাহান খান ও ড. গোলাপের সমর্থকরা জড়ো হয়ে তাদের মুক্তির দাবিতে স্লোগান দেয়। পুলিশকে নিরাপত্তা দিতে হিমশিম খেতে হয়। এ ঘটনায় সরকারি কৌঁসুলি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। তবে আসামিপক্ষের আইনজীবী বাবুল আখতার বলেন, দুই হত্যা মামলায় সাবেক দুই এমপির জামিন চাওয়া হয়। কিন্তু আদালত তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে দুই আসামি উপস্থিত ছিলেন।’

(ঢাকা টাইমস/২৪নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মালয়েশিয়ায় ইয়ুথ লিডারশিপ সামিটে পিরোজপুর বিশ্ববিদ্যালয়ের নাওমি নাওয়ার
চমক দিয়ে একসঙ্গে তিন সিরিজের দল ঘোষণা পাকিস্তানের
সামরিক আইন জারি করায় অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
রুশ চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ইরানি শর্ট অ্যানিমেশন 'বিয়িং টেন'
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা