পটুয়াখালীতে বিভাগীয় কমিশনারের সঙ্গে মতবিনিময় সভা
পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে নবাগত বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছারের সঙ্গে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার।
সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।এসময় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ‘বিভাগীয় কমিশনার মহোদয়ের দিকনির্দেশনা ও পরামর্শ আমাদের কাজের আগ্রহ ও দক্ষতা বাড়াচ্ছে। যেকোনো সমস্যায় তার সহযোগিতা আমরা পাচ্ছি।’
(ঢাকা টাইমস/২৮নভেম্বর/এসএ)
মন্তব্য করুন