বগুড়ায় প্রতিবেশী নারীর বাসায় মিলল নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৪, ১২:৩৬
অ- অ+

বগুড়ায় মাহদী হাসান নামের ৫ বছর বয়সি নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ মিলল এক প্রতিবেশী নারীর বাড়িতে। শুক্রবার সকাল ৮টায় শহরের চারমাথার ধমকপাড়া এলাকায় তহমিনা নামের ওই নারীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

শিশু মাহদী হাসান বৃহস্পতিবার বেলা ১১টা থেকে নিখোঁজ ছিল। প্রতিবেশী নারীর বাড়িতে শিশুটির লাশ পাওয়ার খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেটি উদ্ধার করে এবং ওই নারীকে আটক করে।

নিহত শিশু মাহদী ধমকপাড়া এলাকার শফিকুলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহদীকে বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে খেলতে দেখে তার পরিবার। বেলা ১১টার দিকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে পরিবারের সদস্যরা সদর থানায় জিডি করেন। ফেসবুকেও শিশুটির সন্ধান চেয়ে স্ট্যাটাস দেওয়া হয়। পরে শুক্রবার সকালে শফিকুলের প্রতিবেশী তহমিনার বাড়িতে শিশুটির লাশ পাওয়া যায়।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ওই নারীর বাড়িতে হামলা চালায়। পরে ট্রিপল নাইন নাম্বারে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতি আরও খারাপ হলে সেনাবাহিনীও ঘটনাস্থলে উপস্থিত হয়।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, ‘ট্রিপল নাইনে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। লাশ পরিবারের কাছে আছে। আমরা লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাবো।’

তিনি জানান, ‘কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। তবে লাশের পাশে একটি মুক্তিপণ আদায়ের চিরকূট পাওয়া গেছে। সেখানে ৫ লাখ টাকা মুক্তিপণের কথা উল্লেখ আছে। আটক নারীকে জিজ্ঞাসাবাদ করে এ ব্যাপারে বিস্তারিত তথ্য পরে বলতে পারবো।’

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংস্কার করতে একবছরের বেশি লাগার কথা নয় : নজরুল ইসলাম
সাবেক প্রতিমন্ত্রী পলক ও সাবেক এমপি সাদেক রিমান্ডে
ঢাবি এলাকায় গাছ থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভার্টিগো: কতটা ভয়ানক এ রোগ? চিকিৎসাই বা কী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা