জামালপুরে বেসরকারি হাসপাতালে হামলার প্রতিবাদে মানববন্ধন
জামালপুর শহরের সর্দারপাড়ায় এমএ রশিদ নামে এক বেসরকারি হাসপাতালে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি।
শনিবার বেলা ১১টার দিকে জেলা শহরের বকুলতলায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন জামালপুর বেসরকারি ডায়াগনস্টিক ক্লিনিক মালিক সমিতির সভাপতি হারুন-অর রশিদ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পী, এমএ রশিদ হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর ডা. মিজানুর রহমান, শাহ্জামাল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল ও হযরত আব্দুল কাদের জিলানী (র.) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমান সোহেল, জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
(ঢাকা টাইমস/৩০নভেম্বর/এসএ)
মন্তব্য করুন