ভোলায় আগ্নেয়াস্ত্র, হাতবোমাসহ ২ সন্ত্রাসী আটক
ভোলায় একটি আগ্নেয়াস্ত্র, ১২টি হাতবোমা, দুই রাউন্ড কার্তুজসহ দুজন দুর্ধর্ষ ও কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃতরা হলেন- মো. ফারুক দৌলত এবং মো. হোসনে সিয়াম।
রবিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, দীর্ঘদিন যাবত ভোলা জেলার সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ও চরসামাইয়া এলাকায় কুক্ষ্যাত ডাকাত সর্দার মো. ফারুক দৌলত এবং মো. হোসনে সিয়াম এর নেতৃত্বে দুইটি দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী চাঁদাবাজী, জমিদখল ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এরই ধারাবাহিকতায় রবিবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা দক্ষিণ চরপাতা এলাকা এবং ৯ নং চরসামাইয়া ইউনিয়ন সংলগ্ন এলাকায় ২টি পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড ফাকা কার্তুজ, ১২টি হাতবোমা, ৩টি দেশীয় অস্ত্র ও ১৬টি প্রতিবন্ধী কার্ডসহ দুর্ধর্ষ সন্ত্রাসী ফারুক দৌলত এবং হোসনে সিয়ামকে আটক করা হয়।
আটককৃতদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এলএম/এজে)
মন্তব্য করুন