ভোলায় আগ্নেয়াস্ত্র, হাতবোমাসহ ২ সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৪, ১৪:৩১
অ- অ+

ভোলায় একটি আগ্নেয়াস্ত্র, ১২টি হাতবোমা, দুই রাউন্ড কার্তুজসহ দুজন দুর্ধর্ষ ও কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃতরা হলেন- মো. ফারুক দৌলত এবং মো. হোসনে সিয়াম।

রবিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘদিন যাবত ভোলা জেলার সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ও চরসামাইয়া এলাকায় কুক্ষ্যাত ডাকাত সর্দার মো. ফারুক দৌলত এবং মো. হোসনে সিয়াম এর নেতৃত্বে দুইটি দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী চাঁদাবাজী, জমিদখল ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এরই ধারাবাহিকতায় রবিবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা দক্ষিণ চরপাতা এলাকা এবং ৯ নং চরসামাইয়া ইউনিয়ন সংলগ্ন এলাকায় ২টি পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড ফাকা কার্তুজ, ১২টি হাতবোমা, ৩টি দেশীয় অস্ত্র ও ১৬টি প্রতিবন্ধী কার্ডসহ দুর্ধর্ষ সন্ত্রাসী ফারুক দৌলত এবং হোসনে সিয়ামকে আটক করা হয়।

আটককৃতদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে পত্র তারেক রহমানের
বিএনপির সমাবেশে সাংবাদিক পরিচয়ে শিবিরকর্মী!
৫ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
হঠাৎ অসুস্থ লুৎফুজ্জামান বাবর, নেওয়া হয়েছে হাসপাতালে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা