টঙ্গীর কামু বাহিনীর প্রধান গ্রেপ্তার

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৪, ১৩:২২| আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৩
অ- অ+

টঙ্গীর উত্তর-পূর্বাঞ্চলের অপরাধ জগতের নিয়ন্ত্রণকারী কামু বাহিনীর প্রধান কামরুল ইসলাম কামুকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার ভোর ৪টার দিকে গাজীপুরের বাঘের বাজার এলাকার সাবাহ গার্ডেন নামক একটি রিসোর্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কামরুল ইসলাম কামু টঙ্গী থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি টঙ্গীর এরশাদনগর এলাকার ৪ নম্বর ব্লকের তমিজ উদ্দিনের ছেলে।

এদিন দুপুরে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গাজীপুরের টঙ্গীতে ফিরেন ২৪ মামলার সাজাপ্রাপ্ত আসামি কামরুল ইসলাম ওরফে কামু। টঙ্গীতে ফিরেই তিনি টঙ্গীর উত্তর-পূর্বাঞ্চলের অপরাধ জগতের নিয়ন্ত্রণে নেন। নিজ নামেই গড়ে তোলেন সন্ত্রাসী 'কামু বাহিনী'। এলাকার বাসিন্দাদের কাছে মূর্তিমান আতঙ্কের নাম ছিল কামু। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় অবৈধ অস্ত্র বেচাকেনা করায় তিনটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি, বিস্ফোরকদ্রব্য আইনে দুটি, জোড়া হত্যা মামলাসহ তিনটি হত্যা মামলা, চাঁদাবাজি ঘটনায় একটি ও সরকারি সম্পত্তি দখলের অভিযোগে একটি ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে তিনটি মামলাসহ অন্তত ২৪টি মামলা রয়েছে।

গাজীপুর মহানগরী দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. আকবর আলী মুন্সি বলেন, সোমবার ভোরে কামু বাহিনীর প্রধান কামুকে গ্রেপ্তার শেষে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এনে জিজ্ঞেসাবাদ করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হবে।

(ঢাকা টাইমস/০২ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘন কুয়াশায় সৈয়দপুরে ফ্লাইট সিডিউল বিপর্যয়, যাত্রী দুর্ভোগ
দুই বছর ধরে হাসপাতালে ভারতীয়ের লাশ, ফেরত যায় স্থানীয়রা
সোনারগাঁয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
যত দ্রুত সম্ভব জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবে সরকার, প্রত্যাশা মঈন খানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা