চুয়াডাঙ্গায় ভারতীয় মদ ব্লাক হান্ট ও ফেনসিডিলসহ আটক ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৭
অ- অ+

চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৩ বোতল ভারতীয় মদ ব্লাক হান্ট ও ৩৬ বোতল ফেনসিডিল সহ চিহ্নিত দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি যৌথ টিম।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এর আগে এদিন সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার বিভিন্ন স্থানে অভিযান চালায় যৌথ বাহিনী।

আটককৃতরা হলেন— দর্শনা আনোয়ারপুর হঠাৎপাড়ার আব্দুল মালেকের ছেলে জুবায়ের হোসেন (২১) এবং একই এলাকার খোরশেদ আলমের ছেলে শিপন ইসলাম (২১)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১২ সদস্যের একটি টিম এবং ৫৫ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট আবিদ আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী ১৬ জন সদস্যের একটি টিম দর্শনা থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় চিহ্নিত মাদক কারবারি জুবায়ের ও শিপন ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করে। আটককৃতদের শিকারোক্তিতে তাদের ঘরে তল্লাশি চালিয়ে ৮৩ বোতল ভারতীয় মদ ব্লাক হান্ট ও ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেন। আটককৃতদের দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

(ঢাকা টাইমস/০২ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভুয়া তথ্য ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ফেসবুককে আহ্বান প্রধান উপদেষ্টার
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক 
গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়ে যায়নি: মজনু 
বিদ্যুৎ খাত উন্নয়নে ৩০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা