সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:০২
অ- অ+

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। দুই দেশের সমসাময়িক পরিস্থিতিতে যাত্রী চলাচলে কোনো প্রভাব ফেলেনি বলে নিশ্চিত করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে বাংলাদেশে প্রবেশ করেছেন ১০ হাজার ৭৫৬ জন এবং ভারতে প্রবেশ করেছেন ১১ হাজার ৫৩৭ জন পাসপোর্টধারী যাত্রী।

এর আগের মাসে অর্থাৎ অক্টোবরে বাংলাদেশে প্রবেশ করেন ১০ হাজার ১৩৫ জন এবং ভারতে যান ১১ হাজার ২২৫ জন। এছাড়া দৈনিক দুই দেশের প্রায় ৭০০ জন পাসপোর্টধারী যাত্রী নিয়মিত যাতায়াত করছেন।

ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়া এক যাত্রী মিজানুর রহমান বলেন, ‘আমি নিয়মিত ব্যবসার কাজে ভারতে যাই। কোনো প্রকার হয়রানি ছাড়াই যাতায়াত করতে পারছি। ইমিগ্রেশন প্রক্রিয়া খুবই সহজ।’

ভারত থেকে বাংলাদেশে আসা আরেক যাত্রী জানান, ‘আমার ছেলেকে নিয়ে বাংলাদেশে এসেছি। ইমিগ্রেশনের সার্ভিস অনেক ভালো, কোনো সমস্যা হয়নি।’

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ মোল্যা মো. নকীবুল্লাহ জানান, ‘কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পাসপোর্টধারী যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করছেন। দেশের সমসাময়িক ইস্যুতে যাত্রী পারাপারে কোনো প্রভাব পড়েনি।’

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইবার আইনে মামলা করলেন সারজিস আলম
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: চবির ৭৩ শিক্ষার্থী বহিষ্কার
ভুয়া তথ্য ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ফেসবুককে আহ্বান প্রধান উপদেষ্টার
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা