বরিশালে সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশাল ব্যুরো
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২৫, ১০:৪৩| আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১১:৩৩
অ- অ+

বরিশালে দুই সাংবাদিককে মারধর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনায় মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. আলমাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নগরীর বান্দ রোড থেকে তাকে গ্রেপ্তার করেছে ।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে নগরীর কোর্ট কম্পাউন্ডের সামনে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় আসামি আলমাসকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে। বাকি আসামিদের ধরতে অভিযান চলমান আছে বলেও জানান তিনি।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পেশাগত দায়িত্ব পালনকালে বরিশালের স্থানীয় দৈনিক পত্রিকার দুজন সাংবাদিককে মারধর করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীসহ তার নেতাকর্মীরা।

সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় বৃহস্পতিবার রাতে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি খালেদ সাইফুল্লাহ। ঐ মামলার আসামি আলমাস গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে আছে মূল হতো সোহেল রাঢ়ী।

হামলার শিকার ফটো সাংবাদিক রুহুল আমিন রাসেল বলেন, “বৃহস্পতিবার দুপুরে নগরীর আদালত চত্বরে আসামি আটকে রেখেছে এমন সংবাদ পেয়ে ছবি সংগ্রহের জন্য যাই। সেসময় বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী ও তার সঙ্গে থাকা ২০-২৫ জন যুবক আমাদের ওপর অতর্কিত হামলা চালায় ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।”

এই ঘটনার সব আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

(ঢাকাটাইমস/২৯মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাবতলি টার্মিনালে আন্তঃজেলা বাস যাতায়াতে আলাদা রাস্তা নির্মাণ করবে ডিএনসিসি
পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় প্রধান উপদেষ্টা
শ্রীপুরে ইজারাদার সঙ্গে হকারদের ধাওয়া পাল্টা-দেশীয় অস্ত্রের মহড়া, আহত ২০
সৃষ্টিশীলতার মহড়া দিল মুক্তিসরণি সাহিত্য সংঘ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা