বরিশালে সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে দুই সাংবাদিককে মারধর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনায় মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. আলমাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নগরীর বান্দ রোড থেকে তাকে গ্রেপ্তার করেছে ।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে নগরীর কোর্ট কম্পাউন্ডের সামনে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় আসামি আলমাসকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে। বাকি আসামিদের ধরতে অভিযান চলমান আছে বলেও জানান তিনি।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পেশাগত দায়িত্ব পালনকালে বরিশালের স্থানীয় দৈনিক পত্রিকার দুজন সাংবাদিককে মারধর করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীসহ তার নেতাকর্মীরা।
সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় বৃহস্পতিবার রাতে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি খালেদ সাইফুল্লাহ। ঐ মামলার আসামি আলমাস গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে আছে মূল হতো সোহেল রাঢ়ী।
হামলার শিকার ফটো সাংবাদিক রুহুল আমিন রাসেল বলেন, “বৃহস্পতিবার দুপুরে নগরীর আদালত চত্বরে আসামি আটকে রেখেছে এমন সংবাদ পেয়ে ছবি সংগ্রহের জন্য যাই। সেসময় বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী ও তার সঙ্গে থাকা ২০-২৫ জন যুবক আমাদের ওপর অতর্কিত হামলা চালায় ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।”
এই ঘটনার সব আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
(ঢাকাটাইমস/২৯মার্চ/এফএ)

মন্তব্য করুন