পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

পাবনা সদর উপজেলার অনন্ত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আরাফাত (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে অনন্ত এলাকার মেথর কলোনির দক্ষিণ রাঘবপুরে এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত ওই এলাকার ওমরের ছেলে। তিনি পৌর বিএনপি নেতা রুপমের অনুসারী বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউপি সদস্য শহিদ মেম্বারের কিছু অনুসারীর সঙ্গে বিরোধ চলছিল আরাফাতসহ সংশ্লিষ্টদের। বুধবার রাতে মেথর কলোনির দক্ষিণ রাঘবপুর এলাকায় আরাফাতকে পেলে শহিদ মেম্বারের অনুসারীরা হামলা চালায়। এসময় হাঁটুসহ তার শরীরের বিভিন্ন স্থান ছুরিকাঘাতে জখম করা হয়।
পরে স্থানীয়রা আরাফাতকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে রাত সাড়ে ১১টার দিকে আরাফাতের মৃত্যু হয়। এরপরই স্থানীয় ইউপি সদস্য শহিদ মেম্বারের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে আগুন দেয় পৌর বিএনপি নেতা রুপমের অনুসারীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ ব্যাপারে ওসি আব্দুস সালাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব। এর আগেও এদের মধ্যে ঝামেলা হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। এর জের ধরেই এ হত্যাকাণ্ড। ঘটনায় শহিদ মেম্বার ও তার অনুসারীরা জড়িত দাবি করে বিক্ষুব্ধরা শহিদের বাড়িতে আগুন দেন।
ঘটনাস্থলে এসে সেটি নেভানো ও অন্যান্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবস্থা নিয়েছি। অভিযুক্তরা পলাতক, এখনো কাউকে আটক করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে।
(ঢাকাটাইমস/৩এপ্রিল/এজে)

মন্তব্য করুন