ঘাটাইলে পরকীয়া সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৫, ১৫:১২
অ- অ+
প্রতীকী ছবি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় লোকেরপাড়া গ্রামে পরকীয়া সন্দেহে মোবারক হোসেন খান নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী মায়া খাতুন। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উত্তর লোকেরপাড়া গ্রামের নুলু খানের ছেলে মোবারক হোসেন খান ও তার স্ত্রী মায়া দীর্ঘদিন ঢাকায় থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন। সম্প্রতি ঈদ করতে তারা গ্রামের বাড়িতে আসেন।

স্বামীর অন্য কোথাও অনৈতিক সম্পর্ক রয়েছে- এমন সন্দেহে কিছুদিন ধরে এই দম্পতির মধ্যে কলহ চলছিল।

এরই জেরে বুধবার দিবাগত রাতে স্ত্রী মায়া খাতুন ধারালো অস্ত্র দিয়ে ঘুমিয়ে থাকা স্বামী মোবারক হোসেন খানের পুরুষাঙ্গ কেটে দেন। পরে তাকে মূমুর্ষু অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্ত্রী মায়া দাবি করেন, ‘দীর্ঘ ৫ মাস ধরে সে (মোবারক) অন্য নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত। বারবার নিষেধ করলেও মানে না। আমি সহ্য করতে না পেরে এমনটি করেছি। তখন আমার মাথা ঠিক ছিল না।’

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি তারা পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করছে বলে জানান স্থানীয়রা।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, ‘এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/৪এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
এসএমই ও মাইক্রোফাইন্যান্স খাতে সিটি ব্যাংকে দুজন নতুন ডিএমডি
৫ আগস্ট গভীর রাত পর্যন্ত সংসদ ভবনে লুকিয়ে ছিলেন শিরীন, পলকসহ ১২ জন
জুলাই-আগস্ট আন্দোলনের মামলার আসামি গ্রেপ্তারে ডিএমপির পূর্বানুমতি সংক্রান্ত সার্কুলার স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা