ভোলায় হাতবোমা ও মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক

ভোলার ভেদুরিয়া থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা এবং ৫৬৯ পিস ইয়াবাসহ ৫ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, দীর্ঘদিন যাবত একদল দুর্ধর্ষ সন্ত্রাসী ভেদুরিয়া ইউনিয়নের সাধারণ জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি, সন্ত্রাসীসহ অন্যান্য অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল। জনসাধারণ কোস্ট গার্ডের শরণাপন্ন হলে তারা ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
সেই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার ভেদুরিয়া ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকা হতে ৫ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাতবোমা, ৫৬৯ পিস ইয়াবা এবং নগদ ৪৪ হাজার ৫১০ টাকাসহ আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়।
(ঢাকাটাইমস/৪এপ্রিল/এজে)

মন্তব্য করুন