ডাম্প ট্রাকের ধাক্কায় জামায়াত নেতাদের বহনকারী বাস খাদে, নিহত ৩

রাজশাহী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৫, ১০:৩৫| আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১২:১৮
অ- অ+

রাজশাহীতে ডাম্প ট্রাকের সঙ্গে জামায়াত নেতাদের বহনকারী দুটি বাসের সংঘর্ষে একটি ছিটকে পড়ল রাস্তার পাশের খাদে। এই দুর্ঘটনায় বাসের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।

রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার খড়খড়িতে এ দুর্ঘটনা ঘটে। বাস দুটিতে করে প্রয়াত জনপ্রিয় ইসলামি বক্তা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে যাচ্ছিলেন জামায়াত নেতাকর্মীরা।

নিহতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জের ঘোড়াপাখিয়া গ্রামের জুয়েল আহমেদ (৪০), নাসিম উদ্দিন (৪৫) ও মিজানুর রহমান (৩২)। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী মহানগর জামায়াতের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার জানান, দুটি বাসে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থক।

প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও কাদের মোল্লার কবর জিয়ারত করতে যাচ্ছিলেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে বাস দুটি যাওয়ার সময় একটি ডাম্প ট্রাকের সঙ্গে সামনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকটি পেছনের বাসে ধাক্কা খায়। এতে ওই বাসের এক পাশ দুমড়েমুচড়ে আগুন লেগে যায়।

পরে দ্রুত যাত্রীরা নেমে গিয়ে আগুন নিভিয়ে দেয় এবং খাদে পড়ে যাওয়া বাসের যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে খাদে পড়ে যাওয়া বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন আরও দুজন মারা যান। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন জানান, এ ঘটনায় তিনজন মারা গেছেন। আহত হয়েছেন ৪০ জন।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
পিপিএম পদক পেলেন এসপি কুদরত-ই-খুদা
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা