মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ২ ডাকাত আটক 

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৫, ১৮:২৫
অ- অ+

কক্সবাজারের মহেশখালীতে যৌথ অভিযানে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি দেশীয় অস্ত্র, ১ রাউন্ড তাজা গুলি, ২টি ফাঁকা কার্তুজসহ দু্ইজন কুখ্যাত ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।

আটককৃতরা হলেন, মো. আ. রহিম (২৪) ও আ. খালেক (৪৪)। তারা দুজনেই কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা।

সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘদিন যাবত কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাট পাড়া এলাকার সাধারণ জনগণের ওপর একদল কুখ্যাত ডাকাত অস্ত্র প্রদর্শন করে জমিদখল, চাঁদাবাজি, সরকারি সম্পদ ধ্বংসসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিল বলে জানা যায়। স্থানীয় লোকজন কোস্ট গার্ডের শরণাপন্ন হলে ওই এলাকায় কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডাকাত দলের সক্রিয় সদস্যরা মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ধলঘাট পাড়া এলাকায় একটি বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, রবিবার মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুর্ধর্ষ ডাকাতদলের ২ জন সক্রিয় সদস্যকে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড ফাঁকা কেইস, ১টি অস্ত্রের ক্লিনিং রড ও ২টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

আটককৃত ডাকাত ও জব্দকৃত অস্ত্রের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/০৭এপ্রিল/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুপুরে চিন্ময়ের জামিন, সন্ধ্যায় স্থগিত চেম্বার আদালতে
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের ঢাকা-খুলনা-গোপালগঞ্জের জমি-বাড়ি ক্রোক
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা