জামালপুরে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা, ৩ শিক্ষককে অব্যাহতি

জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড বিএম কলেজে চলমান এসএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব অবহেলা করায় তিন শিক্ষককে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান।
মঙ্গলবার গণিত পরীক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গেলে তিন শিক্ষককে অব্যাহতি দেন।
অব্যাহতি প্রাপ্ত তিন শিক্ষক হলেন— উপজেলার কুলকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নুরুল ইসলাম, এড. নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল আলিম এবং একই স্কুলের শিক্ষক সুলতান মাহমুদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, পরীক্ষাকেন্দ্রে তিন শিক্ষক তাদের দায়িত্ব অবহেলা করায় অব্যাহতি প্রদান করা হয়েছে। পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীরা দেখাদেখি করছিল। শিক্ষকরা শিক্ষার্থীদের বাধা না দেওয়ায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয়।
(ঢাকা টাইমস/১৫এপ্রিল/এসএ)

মন্তব্য করুন