চাঁপাইনবাবগঞ্জের বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০২৫, ২১:১৬| আপডেট : ২৮ মে ২০২৫, ১১:৩৩
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার গভীর রাতে তাদের পুশইন করা হয় বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার ভোরে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের বিভীষণ বিওপির টহলরত সদস্যরা তাদের ওই সীমান্ত এলাকা থেকে আটক করে। পরে এদিন বিকালে তাদের গোমস্তাপুর থানায় সোপর্দ করেছে বিজিবির সদস্যরা।

এদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও ৯ জন শিশু রয়েছে। আটককৃতরা সবাই কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলার বাসিন্দা।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, বিএফএস তাদের সীমান্তের কাঁটাতার পার করে দেয়। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে থানায় হস্তান্তর করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তবে ১৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

(ঢাকা টাইমস/২৭মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুবলীগ নেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন 
গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে নিঃস্ব করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
এমপিও শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই থেকে বিশেষ সুবিধা পাচ্ছেন, অফিস আদেশ জারি
মির্জাপুরে অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা